স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদেরের ছেলে মো. সবুজ মিয়া (৩০) রোড এক্সিডেন্টে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার (৬মে) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সবুজ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ও সরকারি দেবেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় তার বাবার সাথে ফার্মেসি ব্যবসা করতেন।
জানা গেছে, তিন দিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর হাতের হিউমারাস নেক ও কোমরের হাড় ভেঙে যায়। প্রথমে তাঁকে মানিকগঞ্জের আফরোজা বেগম হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল হয়ে ঢাকা ডক্টরস হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থেকে সম্প্রতি তাঁর অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসার মধ্যেই আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে বন্ধুবান্ধব ও পরিচিতজনরা তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধায়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদেরের এক মাত্র ছেলে সবুজ।
এদিকে সবুজের মৃত্যুতে আজ সকালে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে শোক বার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।