স্টাফ রিপোর্টার: সুমি হত্যা মামলার আসামী রাসেল মোল্লা রুপকের আদালতের দেওয়া জামিন বাতিল ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার দাবিতে মানিকগঞ্জের ঘিওরে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (৯ জুন) বানিয়াজুরি ইউনিয়নের কাকজোর ব্রীজের সামনে এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাবা মো : রহম আলী, ভাই জামিল মিয়া, মা রৌশনারা বেগম,বোন রুমি আক্তার, নাজমা বেগম, শাহানাজ বেগম,মনির হোসেনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত এপ্রিল মাসের ২৮ তারিখে জামিনে মুক্ত হয়ে আসামী পুনরায় হুমকি-ধামকি দিচ্ছে এবং বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চেষ্টা করছে।
বক্তারা আরো বলেন, “আমরা ন্যায়বিচার চাই। একজন খুনিকে জামিন দেওয়া মানে আমাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে ফেলা।”
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নিহতের মা, বাবা ও আত্মীয়-স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে তাদের দাবি তুলে ধরেন। তারা দ্রুত জামিন বাতিল করে আসামীকে পুনরায় আটক করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য গত ২০২২ সালের জুলাই মাসের ২১ তারিখে দুই হাত ও মুখ বেধে সুমি আক্তারকে তার ঘাতক স্বামী পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করে।