স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতালের নব নির্মিত ভবন পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি শহরের কালিবাড়ি এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের উপ-পরিচালক মো: গোলাম নবী, সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: লুৎফর রহমান, জেলা ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আ‘লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী বলেন, জেলার ২০ শয্যার এই হাসপাতালটি মা ও শিশুদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। হাসপাতালটিকে পরবর্তীতে ২১ শয্যা ও ৫০ শয্যায় রুপান্তর করা হবে।
প্রসঙ্গত, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৮ তালা বিশিষ্ট হাসপাতালটির ৪ তালার কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।