স্টাফ রিপোর্টার:
পানি বিষয়ক সমস্যা সমাধানে বাংলাদেশে বেসরকারি সংস্থা ‘ডরপ’ বাস্তবায়িত ‘মা সংসদ’ কার্যক্রম সুইডেনের স্টকহোমের পানি বিষয়ক আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘গো্লবাল ওয়াটার পার্টনারশিপ-জিডব্লিউপি’ এর চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড-২০২০ প্রতিযোগিতার প্রথম ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব থেকে এ বছর ৩৫০টি চেঞ্জ মেকার প্রস্তাবনার মধ্যে তৃণমূল পর্যায়ে পানি বিষয়ক অ্যাডভোকেসি ‘মা সংসদ’ কার্যক্রম ফাইনালিস্ট হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়টি সম্প্রতি গো্লবাল ওয়াটার পার্টনারশিপের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২১ সালে গো্লবাল ওয়াটার পার্টনারশিপের ‘চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড-২০২০’ এর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।
ডরপ ‘হেলভিটাস সুইস ইন্টারকোঅপারেশন’ সংস্থার পার্টনারশিপ সহায়তায় উপকূলীয় সুপেয় পানি সংকট সম্পন্ন মোরেলগঞ্জ, পাইকগাছা ও কয়রা উপজেলায় ‘পানিই জীবন’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে মা সংসদ কার্যক্রমটি স্থানীয় পর্যায়ে সুপেয় পানি সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।