চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ (৪ নভেম্বর) রাতে মাঠে নামবে ফুটবল বিশ্বের দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ দুই দলের জন্যই। চ্যাম্পিয়নস লিগে দুটি করে জয় পাওয়া বার্সা, ম্যানইউ কি পারবে আজ হ্যাটট্রিক জয় তুলে নিতে?
প্রতিপক্ষ কিংবা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্ম বিবেচনা করলে সহজ জয় অপেক্ষা করছে রেড ডেভিলদের সামনে। প্রথম ম্যাচে পিএসজিকে তাদের মাঠে ২-১ গোলে হারানোর পর আরবি লাইপজিগের বিপক্ষেও ৫-০ ব্যবধানের বড় জয় দেখেছে ওলে গানার সুলশার বাহিনী। অপরদিকে তাদের প্রতিপক্ষ ইস্তানবুল বাসাকসেহেরি দুই মাচের দুটিতেই হার দেখেছে। তাই ইস্তানবুলে খেলা হলেও খুব একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার আশা করা যাচ্ছে না স্বাগতিকদের থেকে।
যদিও প্রিমিয়ার লিগে ম্যানইউ বড্ড বিবর্ণ। ৬ ম্যাচে দলটির সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। ২ জয়ের বিপরীতে হার তিনটিতে। শেষ ম্যাচেও আর্সেনালের কাছে ১-০ গোলের হার দেখেছে তারা। আর তাই মানসিকভাবে নিজেদের সেরা অবস্থানে থাকবে দলটি, সেটিও বলা যাচ্ছে কি?
একই প্রশ্ন চলে আসে বার্সেলোনার ক্ষেত্রেও। চ্যাম্পিয়নস লিগে আগের দুই ম্যাচে ফেরেঞ্চভারোসের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পাওয়ার পর জুভেন্টাসকেও হারালো ২-০ ব্যবধানে। কিন্তু লা লিগায় ১৮ বছরের মধ্যে প্রথম ছয় ম্যাচ শেষে আছে সবচেয়ে খারাপ অবস্থানে।
সর্বশেষ চার ম্যাচে নেই কোনো জয়। আলাভেস এবং সেভিয়ার বিপক্ষে ড্র করার মাঝের দুই ম্যাচে গেটাফে এবং রিয়াল মাদ্রিদের কাছে হার দেখেছে কাতালান ক্লাবটি। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১২তম স্থানে। ২০০২-০৩ মৌসুমের পর যা সর্বোচ্চ। এদিকে দলের সেরা তারকা লিওনেল মেসিও যেন হারিয়ে খুঁজছে নিজেকে। তাই ঘরের মাঠে দিনামো কিয়েভের বিপক্ষে আজকের ম্যাচে জয় দিয়ে হারিয়ে যাওয়া নিজেদেরকে খোঁজার চেষ্টা করবে মেসি বাহিনী।