1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

মানিকগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক মূল্যায়ন পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৭৫৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার  :
মানিকগঞ্জে বার্ষিক মূল্যায়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ বেলাল হোসেন।
রবিবার দুপুরে সদর উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে মানিকগঞ্জ নাসিং কলেজ মিলনায়তনে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন রাখেন ঢাকা বিভাগের স্বাস্থ্য উপপরিচালক ডাঃ আবুল খায়ের মোঃ রফিকুল হায়দার, সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল আমিন আখন্দ,গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন সরকার প্রমুখ।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ওকর্মচারীদের মধ্যে যারা ভাল কাজ করেছে তাদেরকে মূল্যায়ন করে তাদের পুরস্কার দেওয়া হয়।

সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ বলেন, সব ধরনের কাজের মূল্যায়ন থাকা উচিত। এতে মানুষের কাজের মান ও গতি বাড়বে। স্বস্ব প্রতিষ্ঠানে ভালো কাজ করে মূল্যায়ন পায় এভাবে ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হবে। ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশ্বাদ উল্লাহ বলেন, আমরা প্রজাতন্ত্রী সরকারের কর্মচারী, আমাদের নিজ দায়িত্ব থেকেই কাজ করা উচিত। শুধু পুরস্কারের আশায় নয় দায়িত্ববোধ নিয়েই যেন কাজ করি। সকলকে সময় মতো অফিসে আসা ও সময় মতো কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি রফিকুল হায়দার বলেন, আল্লাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার উপর যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করবেন। সাংবাদিকদের প্রতি অনুরোধ চিকিৎসকদের ভালো ও খারাপ দুটোই লেখেন।
প্রধান অতিথি ডাঃ মোঃ বেলাল হোসেন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মহোদয়ের করোনা ভাইরাস মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি সবার সমন্বয়ে কাজ করতে পারি তাহলে আমাদের কাংখিত লক্ষে পৌচ্ছাতে পারবো। যে কোন দুর্যোগ মোকাবেলা করতে পস্তুত আছি। এই কাজের মাল্যায়নের মাধ্যমে উৎসায়িত হবে। কাজের মান বাড়বে।##

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury