স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে করোনা প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক জনসচেনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের শহীদ রফিক চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বাজার ব্রীজ এলাকায় সংখিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ফৌজিয়া খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন, সদর উপজেলা কমিশনার ভূমি আলী রাজিব মাহমুদ মিঠুন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ। এসময় রাস্তার আশে পাশে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পড়তে হবে।মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।