স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই এলাকায় এডুকেয়ার-প্রি স্কুলের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার সকালে এ স্কুলের উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ রমজান আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ডঃ মোহাম্মদ ফারুক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ,ছকিল উদ্দিন বিশ্বাস,হাতেম আলী,ওয়াজেদ আলী, নাঈম বিশ্বাস, নজরুল ইসলাম নবীন প্রমুখ। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ফারুক হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি রমজান আলী বলেন এই অবহেলিত জায়গায় এডুকেয়ার-প্রি স্কুল প্রতিষ্ঠার পর এই এলাকার উন্নয়নের সুচনা হলো।এখানে ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউটও এন পি আই বিশ্ববিদ্যালয় রয়েছে। এই এলাকাটি একসময় শিক্ষানগরী হিসেবে গড়ে উঠবে।