স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ।
একে একে শ্রদ্ধাঞ্জলী নিবদেন করেন- জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ পৌরসভা, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দূর্জয়, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আক্তারুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজ, সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নুরুল আমিন, মানিকগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওবায়দুর রহমান ইয়াকুব,মানিকগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ মৃধা, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ইস্রাফীল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মিহির, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মো: আকরাম হোসেন, প্রথম আলো পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মমিনসহ নিজ নিজ সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবদেন করেন।