স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকার ডায়মন্ড প্লাজার দ্বিতীয় তলায় যাত্রা শুরু হলো দাঁতের চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ ডেন্টাল।
বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ রমজান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ তছলিম মিয়া, মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রতিষ্ঠানটির কর্নধার ডা. মো. রাজু আহমেদ।
ফিতা কেটে উদ্বোধন করার পর দোয়া করেন বাংলাদেশ তরিকা অনুসারী পরিষদের মহাসচিব ফকির মোঃ আব্দুর রউফ বিশ্বাস উয়ায়েছি।
প্রতিষ্ঠানটির কর্নধার ডা. মো. রাজু আহমেদ বলেন, তাঁর প্রতিষ্ঠানে দাঁতের চিকিৎসার সবধরণের আধুনিক সুবিধা রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। আধুনিক ও আরামদায়ক পরিবেশে ব্যাথামুক্ত চিকিৎসার প্রতিশ্রুতি নিয়েই যাত্রা শুরু করেছে “বাংলাদেশ ডেন্টাল”।
অত্যাধুনিক যন্ত্রপাতি, ডেন্টাল এক্স-রে, মুখের যাবতীয় আধুনিক চিকিৎসা, সিস্ট, টিউমার অপারেশন, সার্জিক্যাল এক্সট্রাকশন, রুট ক্যানেল, ফিলিং, সামনের ফাঁকা পুরণ, পোরসেলিন,জিরকোনিয়াম, গোল্ড দিয়ে দাঁতের ক্যাপ বসানো, একটি আরাম দায়ক পরিবেশ রয়েছে প্রতিষ্ঠানটিতে।