স্টাফ রিপোর্টার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সময়ে বিএনপির আন্দোলনের সময় পেট্রোল বোমা মারার কথা স্মরণ করিয়ে দিয়ে যুবলীগের নেতারা বলেছেন, ‘এখন কোন অধিকারে বিএনপি গণতন্ত্রের কথা বলে?’
বুধবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে ‘গণতন্ত্রের বিষয় দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে এই প্রশ্ন তোলেন সংগঠনটির নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বেগম খালেদা জিয়া, বিএনপি গণতন্ত্রের কথা বলেন। তারা কোন গণতন্ত্রের কথা বলেন? কোন গণতান্ত্রিক অধিকারে আপনি সেদিন পেট্রোল বোমা হামলা করেছিলেন, জবাব চাই। জবাব দিতে হবে বাংলার মাটিতে, নয়তো বাংলার যুব সমাজ শেখ পরশের নেতৃত্বে দাঁত ভাঙা জবাব দিবে।’
বিএনপি-জামায়াত আজকেও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দাবি করে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যুবলীগ মনে করে বিএনপি-জামায়াত একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। বিএনপি-জামায়াত গণতন্ত্র হত্যাকারী একটি সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়া সর্বশেষ মানুষকে আগুনে পুড়িয়ে গণতন্ত্রকে হত্যা করেছেন। বিএনপি-জামাত গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।’
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, কাজী মো মাজহারুল ইসলাম, মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, উপ তথ্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত।
এছাড়া, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।