1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

সংসদের শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি থেকে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৪৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদের শীতকালীন ও চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হবে ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়। এ অধিবেশনে এক দিনের জন্য সংসদ ভবনে যাওয়ার সুযোগ পাবেন গণমাধ্যমকর্মীরা। করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই কেবল প্রবেশাধিকার মিলবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী ১৫ ডিসেম্বর সংসদের পক্ষ থেকে সংসদ সদস‌্য, সাংবাদিকসহ সবার করোনা টেস্ট করাতে হবে। সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা নেওয়া হবে।’

মো. তারিক মাহমুদ জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ভাষণ দেবেন। শুধু ওই দিন সাংবাদিকরা সংসদে প্রবেশ করতে পারবেন। অন্য কার্যদিবসগুলোতে তাদের সংসদ টেলিভিশন দেখে সংবাদ সংগ্রহরে অনুরোধ করা হয়েছে।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশন উপলক্ষে গত ৬ জানুয়ারি বৈঠক হয়। সংসদ ভবনসহ সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা, সংসদ এলাকার সৌন্দর্যবর্ধন, এসআইএস সিস্টেম সক্রিয় রাখাসহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভাষণ দেবেন। ইতোমধ্যে মন্ত্রিসভা এ ভাষণ অনুমোদন করেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury