স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া ‘ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিকো গ্রুপ’ ভুয়া সমিতির ম্যানেজার ও ক্যাশিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে প্রতারক চক্রের দুইজনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ম্যানেজার সিরাজুল ইসলাম এলাইচ পরশ শিকদার ওরফে সুমন ও ক্যাশিয়ার সম্রাট ওরফে রুবেল।
ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, গত শুক্রবার (১৫ জানুয়ারি) ভুক্তভোগী নিশা রানী বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা করেন। মামলার পরপরই আমরা প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারে তদন্ত শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে প্রতারক চক্রের দুইজনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকিদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।