মো. আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন আইএসপিআর দপ্তরের পরিচালক
সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় আইএসপিআরসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার পক্ষ থেকে আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ গণভবন কমপ্লেক্সে নিজ অফিস কক্ষে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ড. মো. আবু হেনা মোস্তফা কামাল গত বছরের ৬ জুলাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হন।
বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কামাল। তিনি শিল্প মন্ত্রণালয়, স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব, যুগ্ম সচিব, মন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন পদর্মযাদায় দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।