পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি)
স্টাফ রিপোর্টার:
সারাবিশ্বে একটি সম্মানজনক ও আলোচিত পেশা সাংবাদিকতা বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সাংবাদিকদের ঝুঁকিভাতা ও পেনশনসহ সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (ক্র্যাব)-এর প্রয়াত সদস্যদের স্মরণে আয়োজিত আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছি। সরকার নানাভাবে আপনাদের পাশে আছে। ওয়েজবোর্ড ও কল্যাণ তহবিল নিয়ে কাজ করা হচ্ছে। এসব বিষয়ে মালিক পক্ষকেও এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘বিভিন্ন খাতে ঝুঁকিভাতা ও পেনশন চালু আছে। এখানেও তা কিভাবে চালু করা যায়, সে বিষয়ে চেষ্টা করবো। অর্থমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আমি কথা বলবো।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ক্র্যাবের সভাপতি মিজান মালিক প্রমুখ।