রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাত জন বর্তমান ও সাবেক খেলোয়াড়কে নিয়ে দশক সেরা বিশ্ব একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস)। এই দলে জায়গা পেয়েছেন বর্তমান সময়ে দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
সাবেক সতীর্থ রোনালদোর সঙ্গে এই দলে আছেন বর্তমান রিয়াল তারকা সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদরিচ ও টনি ক্রুস। আরও জায়গা পেয়েছেন মেসির সাবেক বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। দলের বাকিরা হলেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি, মানুয়েল ন্যয়ার ও তার সাবেক সতীর্থ ফিলিপ লাম এবং লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয় প্রভাব ফেলেছে এই একাদশে। এছাড়া আইএফএফএইচএস’র দশক সেরা দক্ষিণ আমেরিকান দলেও আছেন রিয়াল ও বার্সার সাত বর্তমান ও সাবেক ফুটবলার: জুলিও সিজার, দানি আলভেস, থিয়াগো সিলভা, হাভিয়ের মাসচেরানো, মার্সেলো, কাসেমিরো, আনহেল দি মারিয়া, পাওলো গুয়েরেরো, মেসি, নেইমার, সার্জিও আগুয়েরো।
/মহিদ