প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের সকালটা হতে পারত বিসিবি একাদশের। কিন্ত দীর্ঘদেহী রাকিম কর্ণওয়ালের এক স্পেল স্বাগতিকদের ব্যাটিংয়ে ছন্দপতন করে।
মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম সেশন নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। মধাহ্ন বিরতি পর্যন্ত ৪ উইকেটে ১১৫ রান তুলেছে বিসিবি একাদশ। সোহান ৭ ও দিপু ৮ রানে ব্যাটিং করছেন। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৪২ রানে।
২৪ রানে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে বিসিবি একাদশ। আগের দিন ১৫ রান তুলে সাইফ হাসান দৃঢ়তা দেখান। তবে নতুন দিনের শুরুতে হাসেনি তার ব্যাট। দিনের পঞ্চম বলে কেমার রোচ এলবিডব্লিউ করেন সাইফকে। তিনে নেমে নাঈম হাসান খেলেছেন ওয়ানডে স্টাইলে। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে দ্রুত রান তোলেন বাঁহাতি ব্যাটসম্যান। উইকেটের চারিপাশে খেলেছেন দারুণ কিছু শট।
তবে সাদমানের ব্যাটিং ছিল একেবারেই মন্থর। দেখেশুনে বল ছেড়েছেন। রান তুলতে খুব বেশি আগ্রহ দেখাননি। তবে শেষ পর্যন্ত উইকেট উপহার দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পেসার আলজারি জোসেফের খাটো লেংথের বল পুল করতে গিয়ে এক্সট্রা কভারে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে তালুবন্দি হন। ১২৬ মিনিটের লড়াইয়ে ৮২ বলে ২৪ রান করেন সাদমান।
এর ঠিক আগেই নাঈম শেখ বোল্ড হন রাকিম কর্নওয়ালের বলে। ডানহাতি স্পিনারকে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হন। ৪৮ বলে ৯ চারে ৪৫ রান করেন। মূল স্কোয়াডে প্রবেশের জন্য পরীক্ষা দেওয়া ইয়াসির পারেননি নিজের সামর্থ্য দেখাতে। কর্নওয়েলের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট মিড উইকেটে ধরা পড়েন। ৯৮ থেকে ১০০ রানে যেতে বিসিবি একাদশ হারায় ৩ ব্যাটসম্যানকে।
তরুণ অলরাউন্ডার শাহাদাত হোসেন দিপুকে নিয়ে পঞ্চম উইকেটে দলের হাল ধরেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। অবিচ্ছিন্ন ১৫ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান তারা।
/মহিদ