ডোপিংয়ের নিয়ম ভাঙায় আয়াক্সের এই গোলরক্ষক আন্দ্রে ওনানাকে এক বছর নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
এক বিবৃতিতে ডাচ ক্লাব আয়াক্স জানায়, গত ৩০ অক্টোবর পরীক্ষায় ক্যামেরুনের ২৪ বছর বয়সী এই ফুটবলারের শরীরে নিষিদ্ধ উপাদান ফিউরোসেমাইড শনাক্ত হয়, এজন্যে শুক্রবার থেকে আগামী ১২ মাসের জন্য তিনি ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকবেন।
ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি- ওয়াডার তথ্য অনুযায়ী, ফিউরোসেমাইড নিজে কোনো শক্তিবর্ধক নয় তবে অন্য শক্তিবর্ধক উপাদানগুলো আড়াল করতে এটা ব্যবহার করা হয়ে থাকে।
ওনানার দাবি, গত ৩০ অক্টোবর সকালে বান্ধবীর একটি ওষুধ তিনি ভুল করে খেয়ে ফেলেছিলেন, তারই ফল এটি।
ওনানা ও আয়াক্স জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করবে।
ওনানার এই নিষেধাজ্ঞা আয়াক্সের জন্য এসেছে দ্বিতীয় ধাক্কা হয়ে। কিছুদিন আগে তারা টের পায় নিজেদের রেকর্ড ট্রান্সফার ফিতে কেনা ফরোয়ার্ড সেবাস্তিয়ান হালারকে ইউরোপা লিগের নকআউট পর্বের জন্যে নিবন্ধন করা হয়নি।
আয়াক্সের গুরুত্বপূর্ণ সদস্য ওনানা দলটির হয়ে খেলেছেন ১৪২ ম্যাচ। ১৫ ম্যাচ খেলেছেন ক্যামেরুনের হয়ে।