বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ দিনের খেলায় ফের ব্যাট করতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে ক্যারিয়ারের ১৪ তম অর্ধশত তুলে নিয়েছেন টাইগার টেস্ট অধিনায়ক মমিনুল হক। তার ব্যাটে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ১০০ রান। আর লিড দাঁড়িয়েছে ২৭১ রানে। গতকাল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ।
শনিবার চতুর্থ দিনের খেলায় স্বাগতিকদের হয়ে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল ইসলাম এবং মুশফিকুর রহিম।
তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ব্যক্তিগত ১৮ রানে কর্নওয়ালের শিকার হয়ে ঘরে ফেরেন এ ব্যাটসম্যান।
তেব এক পাশে হাল ধরে রাখেন অধিনায়ক মমিনুল হক। লিটন দাসকে সঙ্গে নিয়েই তুলে নেন ক্যারিয়ারের ১৪ তম অর্ধশত। তার ব্যাটেই বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করে মুমিনুল হকের দল। এই ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে সফররত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৫৯ রান।