ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (ফাইল ফটো)
স্টাফ রিপোর্টার:
আলেম-ওলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা জেলা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ওয়াজ মাহফিলগুলোতে সরকার দলীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাহফিলের মঞ্চে সরাসরি আলেমদের অপমান করে পুলিশে সোপর্দ করা অশুভ ইঙ্গিত বহন করে। এসব অপতৎপরতা দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। শুধু তা-ই নয়, বিরোধী দল ও মতের ওপর যেভাবে দমন-পীড়ন চলছে, তা ভালো লক্ষণ নয়। এ থেকে সরকারকে ফিরে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘মানুষের নাগিরক ও ভোটাধিকার হরণ করা হয়েছে। সরকার মানুষের জান, মাল, ইজ্জত-আব্রু নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করেছে।’
রাজধানীর লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীনের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
ইসলামী আন্দোলনের ঢাকা জেলা শাখার সভাপতি সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহাদাত হোসাইন ও মুহাম্মদ হাসমত আলীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা জেলা নেতা হাফেজ জয়নুল আবেদীন, সুলতান আহমদ খান, মোহাম্মদ হানিফ মিয়া, ডা. কামরুজ্জামান, এইচ এম জহিরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, টিএম মাহফুজুর রহমান প্রমুখ।
সম্মেলনে শাহাদাত হোসাইকে সভাপতি, মোহাম্মদ হানিফ মিয়াকে সহ-সভাপতি, হাফেজ মাওলানা জহিরুল ইসলামকে সেক্রেটারি করে ঢাকা জেলা দক্ষিণ কমিটি এবং মুহাম্মদ ফারুক খানকে সভাপতি, হাজী ইউনুছ আলীকে সহ-সভাপতি এবং মুহাম্মদ হাসমত আলীকে সেক্রেটারি করে ঢাকা জেলা উত্তর কমিটি ঘোষণা করা হয়।