স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ পৃথিবীর ২শটা দেশের মধ্যে ৬ নম্বর দেশ, যারা পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে। গরীব রাষ্ট্র হিসেবে সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম চলছে। তাই আমরা চাই আপনারা সকলে ভ্যাকিসিন নেন।
শনিবার বেলা তিনটায় মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের ঔষুধ তো এখনো বের হয়নি। ভ্যাকসিনটা বের হয়েছে। এই ভ্যাকসিন নিয়েই আমরা ভাল থাকবো ইনশাআল্লাহ।
সভায় মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।