স্টাফ রিপোর্টার:
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের হামলা পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে এখন অবৈধ সরকারের আদিম হিংস্রতা শুরু হয়েছে। আজকে জাতীয় প্রেসক্লাবের সামনে যেভাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পৈশাচিক হামলা চালানো হলো, তাতে আবারও প্রমাণিত হলো আওয়ামী রাজত্ব কত ভয়ঙ্কর।’
তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশের এ হামলা ছিল পূর্বপরিকল্পিত। এ হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছেন। লাঠিপেটা করে অনেকের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাবেশ শুরুর সময় থেকেই পুলিশ বিনা কারণে মারমুখী আচরণ করে।
তিনি জানান, হামলায় বিএনপির ১১৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেসক্লাবে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।