আবারো নাপোলির কাছে হারল জুভেন্টাস। ১০ বছর পর লিগের খেলায় নাপোলির কাছে টানা ম্যাচ হারল তারা। শেষ ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল ক্রিস্টিয়ানো রোনালদোরা।
শনিবার নাপোলির মাঠে ১-০ গোলে হেরেছে লিগ শিরোপাধারীরা। তবে ম্যাচের পুরোটা সময় ছিল জুভেন্টাসের আধিপত্য। শুধুমাত্র কাঙ্ক্ষিত গোলই তারা পায়নি। ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল জুভেন্টাস। এ সময়ে লক্ষ্যে ২৩ শট নিয়েছিল রোনালদোরা। ৬টি ছিল অনটার্গেট। বাকিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখ কলে ৮টি শট নিয়েছিল নাপোলি। ২টি ছিল অন টার্গেট। ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিক দলের হয়ে গোল করেন লোরেনজো ইনসিঙ্গে। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন তিনি।
তার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নাপোলি। জুভেন্টাসের এটি ২১ ম্যাচে তৃতীয় পরাজয়। নাপোলির সমান ম্যাচে ১৩তম জয়। ৪২ পয়েন্ট নিয়ে জুভেন্টাস রয়েছে তৃতীয় স্থানে। ৪০ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান চারে। শীর্ষে আছে এসি মিলান। তাদের পয়েন্ট ৪৯। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান।