স্টাফ রিপোর্টার:
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিলেন পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ টিকা (কোভিশিল্ড) নেন।
করোনা টিকা প্রদানের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের করোনা টিকা প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী টিকা নেন।
টিকাদান শেষে তিনি বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।