স্টাফ রিপোর্টার:
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন থেকে তিনটি নীতিমালা ইংরেজি থেকে বাংলায় করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷
রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
কে এম নুরুল হুদা বলেন, ‘আমরা আশা করছি, খুব দ্রুত এই তিনটি নীতিমালা ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হবে। আশা করছি, শুধু নির্বাচন কমিশন নয় সরকারি সব দপ্তর-সংস্থার সর্বস্তরে বাংলা প্রচলন হবে।