স্টাফ রিপোর্টার:
বেসরকারি খাতকে সরকার করোনা টিকা দেবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। তিনি বলেন, ‘বেসরকারি খাতকে কোনো টিকা দেবে না সরকার। তারা আমদানি করে টিকা দিতে পারবে, তবে সেক্ষেত্রে মূল্য সরকার নির্ধারণ করে দেবে।
সোমবার (১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। করোনা টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই, সময়মতো টিকা আসবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এরপর টিকা নেয়ার নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইট (www.surokkha.gov.bd) উন্মুক্ত করা হয়। এ সময় ২৬ জন বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি করোনা টিকা গ্রহণ করেন। তার পরের দিন ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে আরো ৫৪১ জনকে দেয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে শুরু হয় টিকাদান কর্মসূচি। সর্বশেষ রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে ২০ লাখ ১২ হাজার ১৮১ জন পুরুষ এবং ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন নারী টিকা নিয়েছেন।