স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয়রথ ছুটছে। টানা জয়ে ব্যবধান কমছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। শনিবার রাতে লা লিগায় বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। যা লা লিগায় সবশেষ ১৬ ম্যাচে তাদের ১৩তম জয়।
এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে কাতালানরা। ২৪ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৩ পয়েন্ট। তারা রয়েছে তৃতীয় স্থানে।
ওসাসুনার বিপক্ষে লিওনেল মেসি গোল না পেলেও গোলে সহায়তা করেছেন। তার বাড়িয়ে দেওয়া বল থেকে ম্যাচের ৩০ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন জর্ডি আলবা। এরপর ৮৩ মিনিটে তার অ্যাসিস্টে গোল করেন তরুণ তুর্কি ইলাইক্স মোরিবা। যা ছিল এই মিডফিল্ডারের প্রথম গোল।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।