স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বুধবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।
এ সময় সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে শপথ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের। সকল অপশক্তি মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করব। স্বাধীনতার পরাজিত শক্তি দেশ ও বিদেশে এখনো ষড়যন্ত্র করছে। এদের মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় নিয়ে জাতির মধ্যে কোনো বিভেদ নেই। মুক্তিযুদ্ধের চেতনায় সবাই ঐক্যবদ্ধ। এ চেতনার শক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ নির্মাণের দোরগোড়ায় আমাদের নিয়ে যাবে।