1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

বিএনপি-জামাত দেশের গুনিজনদের সম্মাননা করেনি ……………….স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ১০৮৮ বার দেখা হয়েছে

মো: সেলিম মিয়া

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, যে দেশে সম্মানি ব্যক্তিদের সম্মাননা দেয়া হয় না, সে দেশ কোন দিনও এগিয়ে যেতে পারে না।

তিনি আরো বলেন, বিএনপি-জামাত এদেশের গুনিজনদের কোন দিনও সম্মাননা করেনি। আমাদের প্রধান মন্ত্রী গুনিজনদের সম্মাননা দিয়ে তাদের পরামর্শ ও সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শনিবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রধান অতিথি জেলার ২০ জন গুনিজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ  নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বাবুল মিয়া, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা: খুরশীদ আলমসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও গুনিজনেরা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury