স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয়ে কিশোর টুটুল হত্যার দায়ে চার জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো ঃ মিজানুর রহমান খান আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। আসামী মোঃ লিটন মিয়া (৩০) ও রাজু হোসেন (৩৫) এর বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন শিবালয় উপজেলার তেওতা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ সুজন মিয়া (২২), মোঃ জিন্দার মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া (১৯), মোঃ বক্কার হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩২) ও মৃত ঃ মোহাম্মদ আলীর ছেলে আবু তালেব (৪৫)। আদালতের বিচারক মো.সুজন মিয়া ও আবু তালেব এর উপস্থিততে এই রায় প্রদান করা হয় এবং মো.সুরুজ মিয়া (১৯) ও মুক্তার হোসেন পলাতক রয়েছেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে ২০১৪ সালে মানিকগঞ্জে শিবালয় উপজেলার তেওতা গ্রামের ১৩ বছর বয়সী টুটুল খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। নিখোজের ৭ দিন পর তেওতা জমিদার বাড়ীর কুয়া থেকে কিশোর টুটুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত টুটুলের বাবা আরমান আলী বাদি হয়ে ২০১৪ সালের ৩০ মে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুল সালাম ও আসামী পক্ষের আনিছুর রহমান ( ইউসুফ)।