করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করা হয়। এই বছরের জুন-জুলাইয়ে তা শুরু হওয়ার কথা। কিন্তু মহামারির প্রকোপ এখনও দেশটিতে কমেনি। কোভিড বিধিনিষেধের কারণে তাই তৃতীয় আসরটি হতে যাচ্ছে কানাডার বাইরে, মালয়েশিয়ায়।
২০১৮ ও ২০১৯ সালে টুর্নামেন্টটি হয়েছিল কানাডাতেই। কানাডা ক্রিকেট ও মালিকানা কোম্পানি বোম্বে স্পোর্টসের যৌথ আয়োজনে হয়ে থাকে উত্তর আমেরিকার একমাত্র এই বার্ষিক পেশাদার টুর্নামেন্ট। গত দুই আসরে এই প্রতিযোগিতা মাতিয়ে গেছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও ডেভিড ওয়ার্নারের মতো তারকারা।
ছয় দল নিয়ে আয়োজন করা হয় গ্লোবাল টি-টোয়েন্টি। প্রত্যেক দলে আইসিসির পূর্ণ ও সহযোগী দেশগুলো থেকে ১০ জন আন্তর্জাতিক ক্রিকেটার খেলেন। এবারের আসরটি মালয়েশিয়ায় স্থানান্তর হলেও আগের মতো প্রত্যেক দলে থাকবেন ছয়জন কানাডিয়ান জাতীয় দলের খেলোয়াড়, যার তিন জন হবেন উদীয়মান ক্রিকেটার। এছাড়া একজন করে মালয়েশিয়ান জাতীয় দলের ক্রিকেটারও থাকবেন প্রতি দলে।
আগামী ২৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ২২টি ম্যাচ হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা ওভাল স্টেডিয়ামে।