মো: আজিজুল হাকিম
মানিকগঞ্জ সদর উপজেলায় বালু ভর্তি ড্রাম ট্রাক চাপায় মো: রাজিব হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হেমায়েতপুর ভায়া মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলায় অরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনায় ঘটে। নিহত রাজিব সিংগাইর উপজেলার বাইমাইল এলাকার মৃত জয়নুদ্দিন মিয়ার ছেলে ও নবারুন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় দেলোয়ার হোসেনের ভাগীনা। স্থানীয়রা জানায়,রাজিবের মা বাবা কেউ বেঁচে নেই। তাই সে তার ছোট বোনকে নিয়ে সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় নানার বাড়িতে থেকে লেখা পড়া করতেন। বিশেষ প্রয়োজনে নয়াবাড়ি থেকে মটরসাইকেল যোগে তার মামীকে নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন।পথিমধ্যে সদর উপজেলায় অরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ডের কাছে আসলে রাস্তা মেরামতের কাজে নিয়জিত বালুভর্তি ড্রাম ট্রাক চাপা দেয়।এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় তার মামী গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামন বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সদর থানায় একটি মামলা ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।