স্টাফ রিপোর্টার:
ঢাকার সোয়ারি ঘাট ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মণ) জাটকা উদ্ধারসহ একটি স্পিডবোট আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার সোয়ারি ঘাট ও নারায়ণগঞ্জ ৫ নং বন্দর ঘাট এবং কাঠপট্টি লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ৯৫ মণ (৩ হাজার ৮০০ কেজি) জাটকা উদ্ধারসহ একটি স্পিডবোট আটক করা হয়। স্পিডবোটটি ম্যাজিস্ট্রেট কর্তৃক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোস্টগার্ডের জিম্মায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।
জাটকার প্রকৃত মালিককে খুজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোয় অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।