স্টাফ রিপোর্টার:
গ্রেফতার হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
নুরুল ইসলাম বলেন, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সরকার একের পর এক হেফাজতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। গতকাল মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করা হয়। অন্যদিকে রাত ১০টার দিকে দলের আরেক সহকারী মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরল ইসলাম আফেন্দীকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও শাখাওয়াত হোসাইন রাজী দেশের শীর্ষ আলেমে দ্বীন। তারা নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব হিসেবে দেশবাসীর কাছে সমাদৃত। এমন দুইজন আলেমকে এভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার আবেগ অনুভূতিকে আঘাত করার শামিল।
হেফাজত মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে মানুষ ইবাদত বন্দেগী করে কাটায়। এই মাসে আলেম-উলামাদের এভাবে হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সরকারকে বলব, অনতিবিলম্বে এসব গ্রেফতার কার্যক্রম বন্ধ করুন। মানুষকে ইবাদত বন্দেগীর সুযোগ দিন, এভাবে হয়রানি করবেন না।
এর আগে গ্রেফতার হওয়া হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশিরউল্লাহ, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদী, সহকারী প্রচার সম্পাদক মুফতি শরীফউল্লাহসহ সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান নুরুল ইসলাম।