স্টাফ রিপোর্টার:
“সবুজে বাঁচি, সবুজ বাচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মহান মুক্তিযোদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন করা হবে। তারই ধারা বাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশে একযোগে উদ্বোধন করেন। এই কর্মসূচির অংশ হিসাবে ঘিওরে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বৃক্ষরোপন করেন । ৭৪ নং চঙ্গশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না শিকদার, ভাইস চেয়ারম্যান মোঃ ফজর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা নাজনীন আলম, প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন প্রমুখ। এদিকে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়। উল্লেখ্য, ঘিওরে ৬ হাজার ১শ ৮০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।