প্রেসিডেন্ট সিরসা বলেছেন, দিল্লি যখন অক্সিজেনের অভাবে ধুঁকছে, সেই সময় অমিতাভজি আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন আমাদের কাজ কতদূর এগিয়েছে। এই রাকাব গঞ্জ গুরুদ্বার সোমবার থেকে খুলে যাচ্ছে। এখানে ৩০০টি বেড, অক্সিজেন কনসেনট্রেটর, ডাক্তার, প্যারামেডিক্স ও অ্যাম্বুল্যান্সের পরিষেবা থাকবে। এখানে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।
অন্যদিকে, স্ত্রী অনুষকা শর্মাকে সঙ্গে নিয়ে ভারতে কোভিড রিলিফের কাজে নেমে পড়েছেন বিরাট কোহলিও। কিটোর অর্থ সংগ্রহের জন্য নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন তারা। যেখানে এই সেলিব্রিটি যুগল দেশের করোনা পরিস্থিতির কথা সকলকে জানান এবং সকলকে এক হয়ে লড়াই করার পরামর্শ দেন।