স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাস, সাবেক সভাপতি সুরুয খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময়পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা পুলিশের ভালবন্ধু। আগামী দিনগুলোতে মানিকগঞ্জের অপরাধ নির্মূল ও উন্নয়নে পুলিশ সাংবাদিকরা যৌথভাবে কাজ কবরে।