স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকায় ২০২০-২১ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের মাধ্যমে হাইব্রিড বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক সরেজমিন উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি ঢাকা) এ কে এম মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর ( ঢাকা অঞ্চল) বশির উদ্দিন আহম্মেদ, উপ- পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর (খামার বাড়ি মানিকগঞ্জ) মোঃ শাহজাহান আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ বিপুল হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথিবৃন্দরা ধান কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন। পরে হারভেস্টার কম্বাইন দ্বারা ১২০ জন কৃষকের প্রায় ৪২ বিঘা জমির ধান কাটা হয়।
উল্লেখ্য, হারভেস্টার কম্বাইন যন্ত্রদ্বারা ধান কর্তন করায় এলাকার কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে । এবং কম খরচে কৃষকেরা ধান ঘরে তুলতে পারবে। শ্রমিকদের পেছনে বাড়তি টাকা ব্যয় করতে হবেনা। ১২৩ দিনের মধ্যে ধান বেড়ে উঠে। ২৬ থেকে ২৮টি গড় ধানের কুশি বের হয় ।