শুভংকর পোদ্দার,স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৯মে) দুপুরে ঘিওর উপজেলার সরুপাই এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক কাদের শেখ(৩০) হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের রহিজ শেখের ছেলে। সে ঝিটকা টু মানিকগঞ্জ রোডের সিএনজি চালক ছিলেন।
ঝিটকা টু মানিকগঞ্জ সিএনজি স্টেশনের সুপারভাইজার রাজু মোল্লা জানান, কাদের শেখ দুপুরে যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। তখন সরুপাই এলাকার বড় ব্রিজের ওখানে পৌঁছালে সামনে থাকা একটি টিন বোঝাই মিনি ট্রাক হটাৎ ব্রেক করলে কাদের সিএনজি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকে গিয়ে ধাক্কা মারে।
সেসময় ট্রাকে বোঝাইকৃত টিনে ধাক্কা লাগলে সিএনজির সামনের গ্লাস ভেঙে কাদেরের গলায় টিন লেগে কেটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া সমিতির পক্ষ থেকে তারা সবাই সন্ধ্যায় কাদেরের বাসায় যাবেন বলেও জানান তিনি।
এবিষয়ে মুঠোফোনে ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, দুপুরে একটা দূর্ঘটনা ঘটেছে এবং সিএনজি চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে লাশটা তার স্বজনরা হরিরামপুরে নিয়ে গেছেন। তাই আমরা হরিরামপুর থানা পুলিশকে অবহিত করে লাশটি নিয়ে ময়নাতদন্ত করে বিষয়টি নিয়ে তারা মামলা করতে চাইলে আমরা মামলা নিবো।