1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

আইপিএলে সাকিব-মোস্তাফিজের খেলার সুযোগ দেখি না: নাজমুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

স্থগিত হওয়া আইপিএলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের খেলার কোনও সুযোগ দেখেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ব্যস্ত সময় কাটাবে। দেশের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। দেশের খেলা ছেড়ে দুজনকে আইপিএল খেলার সুযোগ দেওয়া হবে না বলে জানান বোর্ড প্রধান।

স্থগিত হওয়া আইপিএল হবে অক্টেবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। ১৮ কিংবা ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচ। বাকি ৩১ ম্যাচ শেষে পর্দা নামতে পারে ৯ কিংবা ১০ অক্টোবর। এর আগে আগামী ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর বসবে। দুই টুর্নামেন্টের জন্য দল পেয়েছেন সাকিব। মোস্তাফিজ খেলছেন আইপিএলে।

একই সময়ে দেশের মাটিতে বাংলাদেশ আতিথেয়তা দেবে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি করে মোট ১০টি টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা।

আন্তর্জাতিক সূচি চূড়ান্ত হওয়ায় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব ও মোস্তাফিজের অংশগ্রহণের সুযোগ নেই। স্থানীয় এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিসিবি সভাপতি, ‘আমাদের আন্তর্জাতিক সূচি চূড়ান্ত। সাকিব ও মোস্তাফিজের এনওসি পাওয়ার সম্ভাবনা দেখি না। কোনও সুযোগই নেই দেশের খেলা ছেড়ে ওখানে খেলার। বিশ্বকাপ চলে এসেছে। এখন আমাদের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামার কথাও বললেন নাজমুল হাসান, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আমরা ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবো। সঙ্গে বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টিও গুরুত্বপূর্ণ।

 

/মহিদ

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury