যুবরাজ সিং
করোনার দ্বিতীয় ঢেউয়ে গত এপ্রিল-মে মাসে গোটা ভারতজুড়ে জারি ছিল মৃত্যু মিছিল। পর্যাপ্ত ওষুধ, বেড এবং অক্সিজেনের অভাবে প্রচুর মানুষকে ভুগতে হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলির পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল।
এই পরিস্থিতিতে করোনা রোগীদের সাহায্যে এগিয়ে এসেছেন যুবরাজ। জানা গেছে, তার সংস্থা ইউউইক্যান ফাউন্ডেশন-এর সাহায্যে গোটা ভারতের বিভিন্ন হাসপাতালে ১০০০টি করোনা বেডের ব্যবস্থা করা হবে।
এ কথা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে যুবরাজ লেখেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশে খুবই বিধ্বংসী রূপ নিয়েছিল। অনেকেই প্রাণ হারিয়েছেন। অনেক মানুষকে প্রচণ্ড যন্ত্রনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাসপাতালগুলির জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে ১০০০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। আপনারাও আমাদের এই লড়াইয়ে পাশে থাকুন, যেন আমরা আরো অনেক প্রাণ বাঁচাতে পারি।
এর সঙ্গে নিজের ফাউন্ডেশনের একটি ভিডিও লিংকও শেয়ার করেন যুবরাজ। এবারই প্রথম নয়, এর আগেও ব্যক্তিগতভাবে এবং নিজের ইউউইক্যান ফাউন্ডেশন-এর সাহায্যে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছিলেন যুবরাজ। এই খবর সামনে আসতে প্রত্যেকেই তার এই মহৎ পদক্ষেপের প্রশংসা করেছেন।
আমার নিউজ ডেস্ক,