ঢাকা-১৪ আসনে নৌকার মাঝি হতে চান ৩৪ জন
ঢাকা-১৪ আসন ছাড়া মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে কুমিল্লা-৫ সিলেট-৩ আসন।
জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনের উপ-নির্বাচনের জন্য মোট ৯৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
এরমধ্যে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন ও সিলেট-৩ আসনে ২৫ জন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ঢাকা-১৪ আসনে আসলামুল হক এমপি, কুমিল্লা-৫ আসনে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি ও সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।
ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী বলেন,
ঢাকা-১৪ আসন আমার নিজের আসন বলে মনে করি। বৃহত্তর মিরপুরে আমার জন্ম ও বেড়ে উঠা। বৃহত্তর মিরপুরের ছাত্রলীগের সভাপতি ছিলাম। মিরপুর থানা যুবলীগের আহ্বায়ক ছিলাম। আমি এ এলাকার কাউন্সিলর ছিলাম। আমি দীর্ঘ ৩৯ বছর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকা-১৪ একটি সমৃদ্ধ আসন। এলাকাবাসী আমায় চায় বলে আমি ক্যান্ডিডেট হয়েছি।
তিনি আরো বলেন, ঢাকা-১৪ আসন এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ছিলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে চার বার শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি। আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেদিক থেকে আমি একজন সফল কাউন্সিলর। শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিলে ঢাকা-১৪ আসনকে মডেল আসন হিসেবে গড়ে তুলবো।