স্টাফ রিপোর্টার:
সাভারে পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া দুই লাশের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ও নিহতের স্বজনরা।
শুক্রবার (১১ জুন) সকালে ভাকুর্তা ইউনিয়নের হিরুলিয়া গ্রামের চক থেকে মরদেহ উদ্ধারের পর দুপুরে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম নিহতদের পরিচয় নিশ্চিত করেন।
নিহত দুজনের নাম রায়হান ও নাজমুল। রায়হান সাভার থানার যাদুরচর উত্তরপাড়া এলাকার মো. রতনের ছেলে। স্থানীয় হেমায়েতপুর এলাকার আল নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল রায়হান। নিহত নাজমুল (১৮) রায়হানের খালাতো ভাই। বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া গ্রামে নেছার মোল্লার ছেলে নাজমুল। সেও দশম শ্রেণির ছাত্র ছিল।
রায়হানের খালাতো বোন পোশাক শ্রমিক সাবানা বেগম জানান, বৃহস্পতিবার (১০ জুন) নাজমুল বরিশাল থেকে খালাতো ভাই রায়হানের বাসায় হেমায়েতপুর বেড়াতে আসে। তারা সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে যায়। আর ফেরেনি। শুক্রবার (১১ জুন) ভোরে পাটক্ষেতে তাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।