স্টাফ রিপোর্টার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামী নির্বাচন উন্নয়নের নির্বাচন, যদি আমারা উন্নয়ন চাই, ষড়যন্ত্রকারীদের রুখতে চাই, তবে সকল বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে ষড়যন্ত্র চলছে। খোন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যার করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করে। ষড়যন্ত্র এখনো থেমে নেই, দেশেকে অর্থনীতি ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য রোহিঙ্গাদের এদেশে পাঠানো হয়েছে। পদ্মা সেতু নিয়েও ষড়যন্ত্র হয়েছিল। নানা বিধ ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশে। শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত শোক সভা ও বিকেল জেলা কৃষকলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ বাস টার্মিনালে পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও জেলা বাস,মিনিবাস,মাইক্রোবাস,অটোটেম্পু ওর্নাস গ্রুপের সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোক সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সভাপতি রমজান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগ নেতা আব্দুল জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক রুবেল প্রমূখ।
অপর দিকে বিকেলে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান নজরুলের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব রাখেন।