মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জঃ
দেশের সার্বিক করোনা পরিস্থিতি ও ভারতীয় ভেরিয়েন্ট মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক দিকনির্দেশনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রদান করেছেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক এমপি।
২৫ জুন শুক্রবার রাত ০৯ টার দিকে ভার্চুয়ালী যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে তার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার নেত্রীস্থানীয়দের সাথে মত বিনিময় ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় স্বাস্থ্য মন্ত্রীর ভার্চুয়ালী কনফারেন্স যুক্ত হন মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান আফসার উদ্দীন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং সদর ও সাটুরিয়া উপজেলার চেয়ারম্যানবৃন্দ।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন নেত্রীবৃন্দদের সাথে আলোচনায় জানান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে।মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ ও করোনা মোকাবিলায় সকলকে সঠিক স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশ প্রদান করেন।
আলোচনায় তিনি আরো বলেন, আমরা চাইব মানুষ ঘরে থাকুক।এটি সবাইকে মেনে নিতে হবে। সবাই যদি বাসায় থাকি, তাহলে সংক্রমণের চেইনটা ভেঙে যাবে এবং সেটাই আমাদের উদ্দেশ্য। যথেষ্ট পরিকল্পনা নিয়েই এটি আমরা বাস্তবায়ন করতে চাই, যাতে চলাচলের ওপর নিয়ন্ত্রণটা কার্যকর হয়।