মো: আরিফ হোসেন :
দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা। রবিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ সভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, সাবেক সহ সভাপতি মাহাবুব আলম জুয়েল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি কাবুল উদ্দিন খান, সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাস, সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, কায্যকরী সদস্য আব্দুল মমিন, দৈনিক আমার নিউজের সম্পাদক ও প্রকাশক ও জেলা সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন,কোষাধ্যক্ষ সাজেদুর রহমান রাসেল, সময় টিভির জেলা প্রতিনিধি মো:ইউসুফ আলী, চেনেল টুয়েন্টেফোরের স্টাফ রিপোর্টার ইউসুফ আলী শেখ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুল কাদের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নদী হত্যার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসীর দাবী জানান।