আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে সিসিডিবির উদ্যোগে বায়োচার প্রজেক্টের আওতায় গ্রামীণ গৃহিণীদের মাঝে কৃষি বন্ধু চুলা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উলাইল গ্রামে সাজাহান মিয়ার উঠানে এ চুলা বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রামীণ নারীদের মাঝে চুলা বিতরণ ও বায়োচর প্রজেক্টের নানা বিষয় তুলে ধরেন।
সিসিডিবির বায়োচার প্রজেক্টেও মাকেটিং অফিসার আবু সুফিয়ানের সঞ্চলনায় অন্যদের মধ্যে উপজেলা কুষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, সাংবাদিক ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা কৃষি বন্ধু চুলায় স্বাস্থকর পরিবেশে পরিস্কার-পরিচ্ছন্ন রান্না, জ্বালানী ও সময় সাশ্রয়সহ অগ্নী দুর্ঘটনা ও বায়ু দূষণ রোধে নানা বিষয় তুলে ধরেন। এছাড়া বায়োচর ব্যবহার করে জমির উর্বরতা শক্তি,অনুজীব বৃদ্ধি ও জমিতে পানি ধারন ক্ষমাতা বৃদ্ধি করে জলবায়ু পরির্বতন মোকাবেলায় ভুমিকা রাখেন বলে উল্লেখ্য করেন।
মাকেটিং অফিসার আবু সুফিয়ান বলেন, এ প্রজেক্টের আওতায় শিবালয়ে এবার দুই শতাধিক চুলা বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় উলাইলে আট জন গৃহিণীকে বিনা মুল্যে কৃষি বন্ধু চুলা প্রদান করা হয়। পাশাপাশি কিভাবে চুলা জ্বালাতে হবে, আর জ্বালানি শেষে তা দিয়ে কিভাবে জৈব সার জমিতে দেওয়া যায় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।