স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে বেলায়েত হোসেন খান ডিএফএ কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দাশড়া পল্লী মঙ্গল সমিতি। শুক্রবার বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল ২-০ গোলের ব্যবধানে সিটি ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের বাবু এবং পরি গোল দুটি করে। সিটি ক্লাবের খেলোয়ার রায়হান প্লেয়ার অব দি টুর্ণামেন্ট এবং দাশড়া পল্লী মঙ্গল সমিতির আক্কাস প্লেয়ার অব দি ফাইনাল বিবেচিত হয়। খেলাশেষে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, টুর্নামেন্টের পৃষ্টপোষক তোবারক হোসেন খান রিয়াদ এবং আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুক,পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। জেলার শীর্ষ স্থানীয় আটটি ফুটবল দল এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উল্লেখ্য, সাবেক ফুটবলার ও বিশিষ্ট শিল্পপতি দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু প্রিমিয়ার ডিভিশনের ৮টি দলকে ২৫ হাজার করে এবং প্রথম বিভাগের ৮টি দলকে ১৫ হাজার করে অনুদান দেন। এই অনুদান প্রতিবছর দেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।