আমার নিউজ ডেস্ক,
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৭৫টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ শতাংশ। এসময় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
রোববার ( ১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জে সদরে ২৩ জন, হরিরামপুরে ১২ জন, শিবালয়ে ১১ জন, সিংগাইরে নয় জন, ঘিওরে সাত জন, সাটুরিয়ায় তিন জন ও দৌলতপুর উপজেলায় একজন। যিনি মারা গেছেন তার বাড়ি হরিরামপুর উপজেলায়। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৫৯।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার দুই জনের। এর মধ্যে দুই হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য মানিকগঞ্জসহ আরও সাতটি জেলায় লকডাউন চলছে ২২ জুন থেকে।