নুসরাত জাহান তনিমাঃ
২৪ ঘন্টায় মানিকগঞ্জে ২০৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪১ দশমিক ৮৬ শতাংশ। এসময় করোনায় মারা গেছেন তিনজন।
আজ ২৫ জালাই (রোববার)বিকেল পৌনে তিনটায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।
তিনি বলেন, ‘নতুন আক্রান্ত ১০৮ জনের মধ্যে সিংগাইরে ২৭জন, মানিকগঞ্জ সদরে ১৯ জন, হরিরামপুরে ১৯জন, শিবালয়ে ১৭জন, সাটুরিয়ায় নয়জন, দৌলতপুরে নয়জন এবং ঘিওর উপজেলায় রয়েছেন আটজন জন ।
তিনি আরোও বলেন, জেলায় এ পর্যন্ত ২৮ হাজার ২২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৭২৯ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৪ জন।